Friday, August 31, 2018

ড্যাব ছাত্রী হোষ্টেল, লালমাটিয়া, ঢাকা

ড্যাব ছাত্রী হোষ্টেল


কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের আবাসনের জন্য লালমাটিয়া মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ড্যাব ছাত্রী হোস্টেলটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান
আসাদগেট মোড় থেকে দক্ষিন দিকে ৪০০ গজ পশ্চিম দিকে অবস্থিত লালমাটিয়া মহিলা স্কুল এন্ড কলেজের পাশে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত।

ঠিকানা
ড্যাব ছাত্রী হোস্টেল
৯/১৩, ব্লক-ডি (২য় তলা), লালমাটিয়া, ঢাকা-১২০৭  
ফোন: ০২-৮১২৮৫৩০
মোবাইল: ০১৭১৬-৬২২৪০৭, ০১৭১২-৯০৬৩৮১

অন্যান্য শাখা
এই ছাত্রী হোস্টেলটির আরও ২ টি শাখা রয়েছে।  
  • শাখা – ১: নাসিম ভিলা, ৪/৯ ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা (ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এর সামনে)।
  • শাখা – ২: ডি/৩৭, ব্লক-ই, জাকির হোসেন রোড, ঢাকা (ব্যতিক্রম কোচিং সেন্টারের গলি)।

হোস্টেল ভবন
  • সম্পূর্ণ ভবনটি ৫ তলা বিশিষ্ট
  • ভবনের প্রতি তলায় বোর্ডার রাখা হয়।
  • প্রতি তলায় রুমের সাথে বারান্দা রয়েছে।

সিটি বুকিং
  • যেকোন কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সিট বুকিং এর জন্য আবেদন করতে পারেন।
  • সিটি বুকিং এর জন্য ১ মাস আগে যোগাযোগ করতে হয়।
  • হোস্টেলে সিট বুকিং এর জন্য প্রধান হোস্টেল সুপার নাজমা সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
  • যোগাযোগ নাম্বার: ০১৭১৬-৬২২৪০৭
  • হোস্টেলে রুম বুকিং এর সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা প্রদান করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সিট বুকিংয়ের জন্য বোর্ডারের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • কলেজ/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি এবং
  • একজন অভিভাবককে অবশ্যই সাথে আসতে হয়।

রুমগুলো
  • এই ছাত্রী হোস্টেলের রুমগুলো ১৫০ ও ২৫০ বর্গফুট আয়তন বিশিষ্ট।
  • ১৫০ বর্গফুট/স্পেশাল রুমগুলোতে ২ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • ২৫০ বর্গফুট/সাধারণ রুমগুলোতে ৫ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
  • প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়।

সিট ভাড়া
  • স্পেশাল (২ জনের) রুম মাসিক ৫,০০০ টাকা
  • সাধারন (৫ জনের) রুম মাসিক ৩,৫০০ টাকা

খাবার ব্যবস্থা
  • খাওয়া দাওয়ার জন্য আলাদা ডাইনিং ব্যবস্থা রয়েছে।
  • বোর্ডার চাইলে নিজে রান্না করতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।
  • খাবারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। খাবারের বিল সিট ভাড়ার সাথে সংযুক্ত।

খাবার মেনু
  • সকাল- ভাত, সবজি ও ডাল
  • দুপুর- ভাত, মাছ/মাংস, ডাল
  • রাত্রে- ভাত, সবজি, ডাল
  • প্রত্যেক শুক্রবার বিরিয়ানী পরিবেশন করা হয়।  

প্রবেশ ও বাহির
  • প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ছাত্রীরা হোস্টেলের বাইরে থাকতে পারেন।
  • এই সময়ের বাইরে কোন ছাত্রী বাহিরে থাকতে পারেন না।
  • তবে বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরে থাকতে হলে অবশ্যই অভিভাবকের অনুমতি সাপেক্ষে বের হতে দেয়া হয়।

সিট বাতিল
  • সিট বাতিলের জন্য ন্যূনতম ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়।
  • চলে যাওয়ার সময় অগ্রীম বাবদ ২,০০০ টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।

ভাড়া পরিশোধ
  • হোস্টেলের সকল বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসের বিল মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়।

অন্যান্য চার্জ
  • টিভি, মোবাইল ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
  • কম্পিউটার ব্যবহারের জন্য মাসিক ২০০ টাকা অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।
  • পত্রিকা, বুয়ার জন্যও আলাদা কোন বিল পরিশোধ করতে হয় না।

মেহমান
  • বোর্ডারদের সাথে কোন মেহমান দেখা করতে চাইলে হোস্টেলের বাইরে দেখা করতে হয়।
  • কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র মহিলা মেহমানরা সর্বোচ্চ ২ দিনের জন্য হোস্টেলে থাকতে পারে।

টয়লেট
  • প্রতি ফ্লোরের ২ দিকে ২ টি করে ৪ টি টয়লেট রয়েছে।
  • টয়লেটে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হয়।

বিবিধ
  • রুমের খাট, চেয়ার-টেবিল এসকল আসবাবপত্র বোর্ডারকেই ব্যবস্থা করতে হয়।
  • টাকা-পয়সা, গহনা, মোবাইল ও মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখতে হয়। এগুলোর জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই।

No comments:

Post a Comment

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদ...