কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকুরিজীবী মহিলাদের থাকার জন্য বেসরকারী ব্যবস্থাপনায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় শান্তি নিবাস ছাত্রী হোস্টেল।
অবস্থান
মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার থেকে ১০০ গজ পশ্চিম দিকে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত।
ঠিকানা
২৬/১৮, শেরশাহীসুরী রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
মোবাইল: ০১৯১৬-৮২৯২৫৪
হোস্টেল ভবন
- হোস্টেল ভবনটি ৫ তলা
- ২য়, ৩য় ও ৪র্থ তলায় বোর্ডার রাখা হয়
- প্রতি ফ্লোরে রুমের সাথে বারান্দা রয়েছে
- প্রতিটি রুমের সাথে ১ টি করে টয়লেট রয়েছে।
রুমগুলো ও ভাড়া
- এই হোস্টেলে দুই ক্যাটাগরীর রুম রয়েছে। ২ বেড ও ৩ বেড। ২ বেডের রুমগুলো ১০০ বর্গফুটের এবং ৩ বেডের রুমগুলো ১৫০ বর্গফুটের।
- প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়।
সিট বুকিং
- কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবি মহিলাদের সিট বরাদ্দ দেয়া হয়।
- সিট খালি থাকা সাপেক্ষে কমপক্ষে ৩০ দিন আগে সিট বুকিং এর জন্য যোগাযোগ করতে হয়।
- যোগাযোগের নাম্বার: ০১৯১৬-৮২৯২৫৪
- রুম বুকিং এর সময় অগ্রিম বাবদ ২,০০০ টাকা এবং রেজি: ফি বাবদ ১০০ টাকা সহ মোট ২,১০০ টাকা পরিশোধ করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
- কলেজ/বিশ্ববিদ্যালয়/চাকুরীরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও
- একজন প্রকৃত অভিভাবককে সাথে আসতে হয়।
ভাড়া ও অন্যান্য খরচ
- থাকা ও খাওয়া বাবদ জনপ্রতি মাসিক ৪,০০০ টাকা ভাড়া পরিশোধ করতে হয়।
- কম্পিউটার বা টিভি ব্যবহার করলে ভাড়ার সাথে অতিরিক্ত ৩৫০ টাকা পরিশোধ করতে হয়। বুয়ার জন্য আলাদা কোন বিল প্রদান করতে হয় না।
- প্রতি মাসের সিট ভাড়া মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
- বিশেষ অসুবিধা হলে ১০ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়।
সিট বাতিল
- সিট বাতিলের জন্য ন্যূনতম ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়।
- সিট বাতিলের সময় অগ্রীম টাকা ফেরত দেয়া হয়।
খাওয়া দাওয়া
- হোস্টেলে খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম আছে।
- বোর্ডারদের ব্যক্তিগত উদ্যোগে রান্না করার কোন ব্যবস্থা নেই।
- খাওয়া-দাওয়ার জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। খাওয়া দাওয়ার বিল রুম ভাড়ার সাথে সংযুক্ত।
খাবার মেনু
- সকাল – রুটি, সবজি, ডাল
- দুপুর – ভাত, মাছ, ডাল (৪ দিন), ভাত, মাংস, ডাল (৩ দিন)
- রাত – ভাত, সবজি, ডিম
- সপ্তাহে একদিন বিরিয়ানী পরিবেশন করা হয়।
রুমের আসবাবপত্র
- রুমের চেয়ার-টেবিল, খাট, পাখা, লাইট হোস্টেল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
- এগুলোর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
গেট খোলা-বন্ধের সময়সূচী
- প্রতিদিন সকাল সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত বোর্ডাররা হোস্টেলের বাইরে যেতে পারে এবং প্রবেশ করতে পারে।
- এই সময়ের বাইরে অন্য কোন সময় বোর্ডাররা হোস্টেলের বাইরে যেতে পারে না।
- বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই সময়ের বাইরে প্রবেশ ও বাহিরের অনুমতি দেয়া হয়।
টয়লেট
- হোস্টেলটিতে প্রতিটি রুমের সাথে আলাদা ১ টি করে টয়লেট রয়েছে।
- বিদ্যুৎ থাকা সাপেক্ষে ২৪ ঘন্টাই পানি সরবরাহ করা হয়।
বিবিধ
- এই হোস্টেলটিতে মেহমানদের থাকার কোন ব্যবস্থা নেই। হোস্টেল সুপারের অনুমতি সাপেক্ষে গেস্ট রুমে অভিভাবকদের সাথে দেখা করা যায়।
- টাকা, গহনা, মোবাইল ও অন্যান্য মূল্যবান দ্রব্য নিজ দায়িত্বে রাখতে হয়। এসবের জন্য আলাদা কোন লকার ব্যবস্থা নেই।
- কোন বোর্ডার অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।
- বোর্ডারদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দারোয়ান নিয়োজিত রয়েছে।
No comments:
Post a Comment