Wednesday, April 17, 2013

সীতাকুন্ডে ত্রিপুরা পল্লীতে সন্ত্রাসী হামলা, ৩টি ঘর ভাঙচুর,আহত ১০


সীতাকুন্ডের একটি ত্রিপুরা পল্লীতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তান্ডব চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন ত্রিপুরা নারী-পুরুষ। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করলেও এ ঘটনায় ত্রিপুরা পল্লীতে আতংক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিকেলের দিকে উপজেলার মসজিদ্দা পাহাড়ের ত্রিপুরা পল্লীতে সালাউদ্দিন, নুর উদ্দিন ও সঞ্জয় নামক ৩ বিএনপি ক্যাডার মদ্যপ অবস্থায় ত্রিপুরা নারীদের উত্ত্যক্ত করা শুরু করলে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদ করে। এসময় মাতালদের সাথে তাদের কথা কাটাকাটি শুরু হলে স্থানীয় একটি বাগানের কেয়ার টেকার কামাল উদ্দিন এক মাতাল সালাউদ্দিনকে চড় থাপ্পর দিয়ে সবাইকে তাড়িয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন মোবাইলে ফোন করে রফিক, জসীম, আবছারসহ আরো কিছু দুষ্কৃতিকারীকে ডেকে এনে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ত্রিপুরা পল্লীতে রীতিমত তান্ডব চালায়। তারা কমপক্ষে ৩টি বসত বাড়ি ভাঙচুর করে নারী-পুরুষ নির্বিশেষে যাকে সামনে পায় তাকেই পিটিয়ে আহত করে। এই পল্লীর বাসিন্দারা জানায়, হামলায় বাশিরাম ত্রিপুরা (১৮), লক্ষী ত্রিপুরা (২০), সাং চাঁদ ত্রিপুরা (২৪), এপাতি ত্রিপুরা (২৫), পাখিজন ত্রিপুরাসহ অন্তত ১০ নারী-পুরুষ ও বৃদ্ধ আহত হয়। আহতদের মধ্যে পাখিজনের অবস্থা সংকটজনক। এ বিষয়ে ভুক্তভোগীরা রাতেই সীতাকুন্ড থানায় উপরিউক্ত দুষ্কৃতিদের আসামি করে মামলা দায়ের করে। সীতাকুন্ড থানার ওসি সামিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাবার সাথে সাথে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

No comments:

Post a Comment

আদিবাসী, ভূমি ও জীবন

আদিবাসীদের কাছে ভূমিই জীবন, ভূমিই অস্তিত্ব। আদিবাসীদের ভূমি অধিকার কিছু বলার আগে, সম্পদ, ভূমি, বন, প্রাণী জগত, ধরিত্রী ও অধিকার সম্পর্কে আদ...